About Us
সুস্থ
ও উচ্ছ্বাসপূর্ন জীবনের জন্য ক্ষতিকর ও ভেজালমুক্ত খাঁটি খাদ্য পণ্যের গুরুত্ব অপরিসীম।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জৈব
বান্ধব এবং ঐতিহ্যবাহী খাবার গুলো আপনাদের সামনে মাণ সম্মত ভাবে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে
দেশীচাই অবিরাম কাজ করে যাচ্ছে।
"দেশীচাই" ব্র্যান্ডের প্রত্যেকটি পণ্য উন্নত মানের, নির্ভেজাল ও অল্প সময়ে পেয়েছে গ্রাহকের ভালোবাসা ও জনপ্রিয়তা । বিশুদ্ধ পণ্য সরবরাহ করায় আমরা সবসময়ই বদ্ধ পরিকর। সারা বছর জুড়ে আপনার সুস্থতা ও নিরাপত্তা আমাদের ঐকান্তিক কাম্য ।
গত দুই বছরের পথ চলায় প্রিমিয়াম ঘি (পাবনার প্রসিদ্ধ) , প্রিমিয়াম চা, খাটি সুন্দরবনের মধু , সরিষা ফুলের মধু, খলিসা ফুলের মধু, বরই ফুলের মধু, প্রিমিয়াম তেল, গুড়া মসলা, কিশোরগঞ্জের অষ্টগ্রামে তৈরী “সাদা পনির”, খাঁটি গুড় ও অন্যান্য মৌসুমী ফল বা খাদ্য পণ্য সরবরাহ করে আপনাদের
আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের সবচেয়ে বড় পাওয়া হল আপনাদের আন্তরিক প্রশংসা, উপদেশ ও অভিব্যক্তি। “দেশীচাই’র” পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশীচাই’র প্রত্যেক গ্রাহক ও শুভানুধ্যায়ীকে ।